জলবায়ু সহনশীল চিংড়ি সম্পদ উন্নয়নের জন্য খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর এবং নড়াইল জেলার জন্য দীর্ঘ মেয়াদী পৃথক গলদা ও বাগদা চিংড়ি চাষ সম্প্রসারণ প্রকল্প গ্রহণ
আধুনিক পদ্ধতিতে বাগদা চিংড়ি উৎপাদন হেক্টর প্রতি ৩৯৫ কেজি থেকে ১০০০ কেজিতে উন্নীতকরণ
আধুনিক পদ্ধতিতে গলদা চিংড়ি উৎপাদন হেক্টর প্রতি ৭৩১ কেজি থেকে ১৫০০ কেজিতে উন্নীতকরণ
প্রকল্পের মাধ্যমে ইউনিয়নওয়ারী প্রদর্শনী খামার স্থাপন
চিংড়ি/মাছচাষীদের হালনাগাদ তথ্য সংগ্রহ ও ডাটাবেইজ প্রনয়ণ
গলদা চিংড়ি হ্যাচারীর অবকাঠামো উন্নয়ন এবং গলদা চিংড়ির পিএল উৎপাদনে গবেষণা কার্যক্রম গ্রহণ
মৎস্য চাষে যান্ত্রিকীকরণ
কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ মৎস্য/চিংড়ি/কাকড়া চাষীদের প্রনোদনা/ভর্তুকী প্রদান কার্যক্রম চলমান রাখা
মৎস্য চাষ বীমা চালুকরণ।
লবন পানিতে/ঘেরে বাগদা চিংড়ির পাশাপাশি ভেটকি, ভাঙ্গান, পারশে, টেংরা ইত্যাদি মাছ চাষের জন্য পোনা উৎপাদনে হ্যাচারী স্থাপন
চিংড়িচাষীদের উত্তম মৎস্যচাষ অনুশীলন (GAP) করে নিরাপদ চিংড়ি উৎপাদনে স্মার্ট প্রশিক্ষণ প্রদান
দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে স্থায়ী মৎস্য অভয়াশ্রম স্থাপন এবং বিল ও বাওড় উন্নয়ন প্রকল্প গ্রহণ
মৎস্যচাষি/মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে ও আপদকালীন আর্থিক সহযোগিতার জন্য মৎস্য ব্যাংক (Fishery Bank) স্থাপন
প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় আবর্তক তহবিল গঠণে পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করা
মৎস্য চাষী/মৎস্যজীবী/সুফলভোগীদের আর্থিক কর্মকাণ্ড পরিচালনার জন্য মৎস্য ব্যাংক (Fishery Bank) স্থাপনের সুপারিশ করা